মনর উদ্দিন মনির, লাখাই প্রতিনিধি ।। লাখাইয়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ জন পুলিশ। এ নিয়ে মোট আক্রান্ত ৩৩ জন, সুস্থ ২৭ জন, বাকীরা চিকিৎসাধীন। আক্রান্ত ব্যক্তিরা হলেন :- লাখাই থানার এসআই জ্যোতিষ তালুকদার ও পুলিশের কনস্টেবল মমিনুল ইসলাম।
উপজেলা প: প: মেডিকেল অফিসার ড. মেহবুবা সাঈদের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি। পরে লাখাই থানার ওসি সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করলে করোনা ভাইরাস আক্রান্তদের তথ্যের সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, ১১ই জুন তাদের নমুনা ল্যাবে পাঠানো হয়ে ছিল, আজ ২৩শে জুন, তাদের রিপোর্টে ২ জনের করোনার পজিটিভ এসেছে, এবং আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।