লাখাই কৃষি অফিসে শুন্য পদ থাকায় মাঠ পর্যায়ে ব্যাহত হচ্ছে কার্যক্রম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 September 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাই কৃষি অফিসে শুন্য পদ থাকায় মাঠ পর্যায়ে ব্যাহত হচ্ছে কার্যক্রম

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :  শস্যভান্ডার  উপজেলা হিসেবে খ্যাত লাখাই উপজেলার কৃষি অফিসে  দীর্ঘ দিন ধরে রয়েছে বিভিন্ন শূন্য পদ।  কৃষি অফিস সূত্র জানা যায়,  দীর্ঘ সময় আইনী লড়াই অতিক্রম করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৬৫০ জন নিয়োগের জন্য সুপারিশকৃত উপ সহকারী কৃষি কর্মকর্তারা গত ২০ সেপ্টেম্বর যোগদান করেন।
লাখাই উপজেলা কৃষি অফিসে বিভিন্ন পদে শুন্যতা বিরাজ করায় দাপ্তরিক ও মাঠ পর্যায়ে কাজ ব্যাহত হচ্ছে। বিভিন্ন পদের মধ্যে কৃষি সম্প্রসারণ অফিসার ১ জন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ১ জন , উপ সহকারী কৃষি অফিসার ১২ জন, প্রধান সহকারী ১জন , অফিস সহকারী ২জন, তাছাড়াও এস এম, পিপিএম,অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মীর পদে দীর্ঘদিন ধরেই শুন্যতা রয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর লাখাইয়ে ৬ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে যোগদান করায় মাঠ পর্যায়ে কিছুটা শুন্যতা দুর হলে অফিসের দাপ্তরিক কাজ করতে সমস্যা থেকেই যাচ্ছে যা সরজমিনে দেখা যায় । লাখাই উপজেলা ধান ও সরিষা উৎপাদনে অন্যতম তাই আসন্ন রবি মৌসুমের পূর্বে সকল শুন্য পদ পুরন হলে কৃষকদের অধিকতর সেবা নিশ্চিত হবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত শাকিল খন্দকার জানান, উন্নয়ন শাখা ও অফিসের সহকারীর কাজ করতে হচ্ছে মাঠ পর্যায়ের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জোতিবাবুকে। আউট সোর্স থেকে লোক নিযুক্ত করে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতার কাজ করছে।
মাঠ পর্যায়ে নিয়োগের এ বিষয়ে আলাপকালে উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ সিলেট অঞ্চল শাখার সাধারন সম্পাদক অমিত ভট্টাচার্য্য  বলেন, সিলেট অঞ্চলে শুন্য পদের সংখ্যা অনেক।
উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে উর্ধতন কর্তৃপক্ষ অঞ্চলে ২১৯ জনকে পদায়ন করেছেন তাতে কিছুটা হলেও  সমস্যা দুর হবে। তিনি মাঠ পর্যায়ে কাজের গতি বৃদ্ধি ও কৃষকদের অধিক সেবাদানের জন্য প্রতি ইউনিয়নে অন্তত একজন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদ সৃষ্টি এবং শুন্য পদ দ্রুত পুরন করার জন্য দাবী জানান।