লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট এর কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগী সাধারণ রোগীরা। ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত লাখাই উপজেলা। লাখাই উপজেলার একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন জরুরী বিভাগ ও আন্তঃবিভাগ সহ ৪ শতাধিক রোগীরা সেবা নিচ্ছে।
রোববার (৯ জুন) সকাল সাড়ে দশটায় সরেজমিনে গিয়ে দেখা গেছে রোগীর প্রচন্ড দীর্ঘ লাইন। কেউ এসেছে হার্টের, ডায়াবেটিস, হাই ব্লাডপ্রেশার রোগীদের ভীড়। খোঁজ নিয়ে জানা যায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হার্টের, ডায়াবেটিস ও ব্লাডপ্রেশার রোগীদের চাহিদানুযায়ী ঔষধ না থাকায় ঔষধ ছাড়াই ফেরত আসতে দেখা গেছে।
এ বিষয়ে কয়েকজন রোগীর সাথে আলাপ কালে তারা জানান, হাসপাতালে হার্টের, ডায়াবেটিস ও ব্লাডপ্রেশার এর ঔষধ নিয়মিত ভাবে পাচ্ছি না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জিজ্ঞেস করলে তারা আমাদের কে জানান স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাহিদা মতে ঔষধ সরবরাহ না থাকায় ঔষধের সংকট দেখা দেয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন এর সাথে একান্ত সাক্ষাৎ কালে তিনি এ প্রতিনিধিকে জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে হার্টের ও ব্লাডপ্রেশার রোগীর সংখ্যা ২৬৯১ এবং ডায়াবেটিস রোগীর সংখ্যা ১১৩৫ জন।
কিন্তু এ সব রোগীর তুলনায় পর্যাপ্ত পরিমাণে ঔষধ সরবরাহ না থাকায় হার্টের, ডায়াবেটিস ও ব্লাডপ্রেশার রোগীদের ঔষধ সংকট দেখা দেয়ায় নিয়মিত ভাবে সেবা নিতে আসা রোগিদের কাঙ্ক্ষিত সেবা ও ঔষধ দিতে পারছি না। তিনি আরো জানান ২০২৪ অর্থ বছর জুন মাসের পর আমার এ স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ঔষধ সরবরাহের জন্য চাহিদা বরাদ্দ পাঠাইব।
জুন মাসের পরে চাহিদানুযায়ী ঔষধ এর বরাদ্দ পেলেই হয়তো আর কোন সমস্যা থাকবে না বলে আমি আশাবাদী। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে লাখাই উপজেলার ভুক্তভোগী রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি লক্ষ্যে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করার দাবী জানান।