লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমানের করোনা টেস্ট পজিটিভ এসেছে। গতকাল শনিবার আইডিইসিআর তাকে করোনা আক্রান্ত বলে তথ্য প্রদান করে। পেশাগত দায়িত্ব পালনে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বানিয়াচঙ্গ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘‘২০১৯ ব্যাচের প্রিয় সহকর্মী, লাখাই, হবিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান করোনা মহামারীতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে “কোভিড-১৯” পজিটিভ এসেছে। তবে আশা করছি খুব দ্রুত সুস্থ্য হয়ে যাবেন।
করোনা দুর্যোগ মোকাবেলায় সমাজসেবা অধিদফতরের নিবেদিতপ্রাণ কর্মীবৃন্দ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নীরবে নিভৃতে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, দুঃস্থ মানুষের মাঝে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং মাঠ প্রশাসনের বিভিন্ন কর্মসূচীতে জরুরি দায়িত্ব পালনসহ সকল কার্যক্রমে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই মুহূর্তে অগ্রণী ভুমিকা পালন করছেন।