লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে (লন্ডন) এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে (লন্ডন) এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

Link Copied!

এম সি শুভ আহমেদ, লাখাই : লাখাই উপজেলার প্রবাসী লন্ডনে বসবাস করেন তাদের নিয়ে গঠিত লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে মহামারি করোনা কালে মানবেতর জীবনযাপন করেছেন তাদের পাশে দাড়ান লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে লন্ডন।

”দেশের টানে পাশে থাকি” এই স্লোগানকে সামনে রেখে লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে নগদ ১,০০০ টাকা করে বিতরণ করেন।

বুধবার (২২ জুলাই) লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন ও লাখাই ইউনিয়নে লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে কর্তৃক মোড়াকরি ইউনিয়ন ৪০ জন ও লাখাই ইউনিয়নের ৪০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার স্বরুপ নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়। সেই সাথে লাখাই উপজেলা এসিসোয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক গোপেশ দেব এর স্ত্রী শংকরী পাল এর পক্ষ হতে মোড়াকরি ইউনিয়নে ১২ জন কে ১২ হাজার টাকা করে মোড়াকরি ইউনিয়নে মোট ৫২ জনকে ৫২ হাজার টাকা প্রদান করা হয়।

 

 

এই সময় লাখাই উপজেলা এসোসিয়েশন এর পক্ষ হতে জানান, লাখাই উপজেলার প্রতি ইউনিয়নের ৪০ জন করে ৬ টি ইউনিয়নের ২৪০ জনকে লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে এর প্রতিনিধি দের উপস্থিতে উপজেলা ও ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ জনপ্রতিনিধিদের মাধ্যমে ১ হাজার টাকা করে উপজেলায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করবেন।

নগদ অর্থ বিতরণের সময় বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সারুয়ার ভূইয়া জানান, লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে লন্ডন আমাদের লাখাইয়ের সন্তান যারা লন্ডনে বসবাস করে তারা সর্বদাই দেশের কল্যাণে পাশে দাড়ায়। সেই সাথে ধন্যবাদ জানান উক্তি সংগঠনকে, সংগঠনটির সভাপতি শিমুল চৌধুরীকে ও সাধারণ সম্পাদক গোপেশ চন্দ্র দেব।

নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল, উপজেলা অনেক জনপ্রতিনিধি ও সংগঠনটির প্রতিনিধিগন সহ প্রমুখ।