লাখাই উপজেলা আদর্শ সমাজ কল্যাণ সংগঠনের ফ্রি সবজি বিতরণ। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 June 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাই উপজেলা আদর্শ সমাজ কল্যাণ সংগঠনের ফ্রি সবজি বিতরণ।

Link Copied!

প্রতিনিধি, লাখাই :  বর্তমানে করোনার কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেনীর মানুষ অর্থ কষ্টে দিনাতিপাত করছে। আর্থিক অসংগতির কারণে অনেকেই ঠিকমতো বাজারহাট করতে পারছে না। সেজন্যেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এসব মানুষকে আর্থিক নিরাপত্তা দেয়ার জন্য। এরই পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন রকম সামাজিক সংগঠন। এরইমধ্যে সিও কর্মকাণ্ডে ইতিমধ্যেই উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে হবিগঞ্জ জেলা আদর্শ সমাজ কল্যাণ সংগঠন।


শনিবার (৬জুন) স্থানীয় বুল্লা বাজারে লাখাই উপজেলা আদর্শ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আদর্শ সমাজ কল্যাণ সংগঠনের আহবায়ক মাওলানা জাকারিয়া আহমেদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ইমরান, শাওন আহমেদ সেন্টু, লাখাই উপজেলা কমিটির উপদেষ্টা জুয়েল রানা, লাখাই উপজেলা কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ ১ম যুগ্ম আহ্বায়ক তোফায়েল চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। এখানে জনসাধারণের মধ্যে প্রায় তিনশ কেজি আলু, লাউ, বেগুন, ঢেড়স, পুইশাক, মরিচ, ধনেপাতা সহ ৭ প্রকার সবজী বিতরণ করা হয়। প্রায় একশত পঞ্চাশ জন নারী পুরুষের মধ্যে সবজি বিতরণ করা হয়। সংগঠনের আহ্বায়ক মাওলানা জাকারিয়া আহমেদ বলেন হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার সকল ইউনিয়ন পর্যায় ও নানারকম ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি।