এম সি শুভ আহমেদ, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০শে আগষ্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইয়াছিন আরাফাত রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলী নোয়াজ, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।