লাখাই উপজেলায় ইঁদুরের উপদ্রবে দিশেহারা চাষীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 1 February 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাই উপজেলায় ইঁদুরের উপদ্রবে দিশেহারা চাষীরা

Link Copied!

লাখাই উপজেলায় বোরো ধান চাষীরা ইঁদুরের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা । জানা যায়, লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের উওরের হাওরে ও সুতাং নদীর উওরপার লামাকান্দিতে কৃষকের বোরো ধান ক্ষেতে ধানের চারা ইঁদুরে কেটে বিনষ্ট করে ফেলছে এতে করে বোরো ধান চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা গেছে ইঁদুর কৃষকের ক্ষেতের ধানের চারা কেটে অনেক ক্ষতি করছে। এসময় ভাদিকারা গ্রামের মারাজ মিয়া তিনি জানান ১বিঘা জমি চাষাবাদে করতে ৬-৭ হাজার টাকা খরচ হয় কিন্তু ইঁদুরের উপদ্রবে আমি দিশেহারা হয়ে পড়েছি।

একই গ্রামের জিলু মিয়া জানান, প্রতিদিন ইঁদুর জমির রোপণকৃত ধানের চারা কেটে আমাদের অনেক ক্ষতি করে ফেলছে। জমি দেখতে এসে একটা ইঁদুর মেরেছি।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এখন পর্যন্ত কোন কৃষক আমাদের অবহিত করে নাই।

তবে কৃষকরা ইঁদুরের উপদ্রপ থেকে রক্ষা পেতে হলে ল্যানিরেট ঔষধ ব্যবহার করতে পারলে এবং ইঁদুরের গর্তে গরম পানি ঢেলে দিয়েও ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে পারে।

কৃষি সম্প্রসারন বিভাগ লাখাই উপজেলা সুত্রে জানা যায় এ বছর ১১২০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।