হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন উপ স্বাস্হ্য কেন্দ্র আছে নেই কোন কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায় , বামৈ ইউনিয়ন উপ স্বাস্হ্য কেন্দ্রে জনবল না থাকায় প্রায় তিন বছর যাবত রোগীর সেবার কার্যক্রম বন্ধ রয়েছে।
পর পর ২ দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে এই উপ স্বাস্হ্য কেন্দ্রটির মূল ফটকে তালা ঝুলছে ২টি।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে আলাপ কালে তিনি এ প্রতিনিধি কে জানান আমি লাখাই উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে যোগদান করার আগে থেকেই এ উপ স্বাস্হ্য কেন্দ্রের এই দুরবস্হা।
তিনি আরো জানান এই উপ স্বাস্হ্য কেন্দ্রে পদ সংখ্যা ৪ টি শূন্য রয়েছে সহকারী মেডিকেল এ্যাসিস্ট্যান্ট, এবং মেডিকেল অফিসার ১টি ফার্মাসিষ্ট ১টি। বর্তমানে আছে শুধু অফিস সহায়ক মোঃ শাকিম।
যদিও একজন মেডিকেল অফিসার দেয়ার কথা তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে আছে তাকে রিলিজ না করা পর্যন্ত এই উপস্বাস্হ্য কেন্দ্রে এই শূন্য পদটি পূরণ করতে পারছি না।
তিনি আরো বলেন এই উপস্বাস্হ্য কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকায় লাখাই উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে রোগিদের চাপ বেড়ে গেছে।
তবে আমি অচিরেই এই শূন্য পদ পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছি