স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বগলা বাজার থেকে ৫১ বস্তা সরকারী ভিজিএফ এর চাল উদ্ধারের ঘটনায় অবশেষে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ইউপি ৭ নং সদস্য কামাল মিয়া।
এ ব্যাপারে গত ১৬ই আগস্ট মুড়িয়াউক গ্রামের জসিম মিয়া বাদী হয়ে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, সরকারী বরাদ্দের চাল ওই ইউপি সদস্য গরীব অসহায়দের মাঝে বিতরণ না করে ওই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র ছুরুক মিয়ার সহযোগীতায় বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকায় নিয়ে আসেন।
এ বিষয়টি প্রশাসের নজরে আসলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগীতায় তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শামসুদ্দিন মোহাম্মদ রেজা ছুরুক মিয়াকে ৬ মাসের সাজা প্রদান করেন। ভিজিএফের ভিতরণের তালিকায় ৮৯৯ নং ক্রমিকে নাম ছালেক মিয়া নামে এক মৃত নাম, ৭৬৩ নং মনি আক্তার, ৭৬৫ খাইরুন্নাহার, ৭৭২ বাছির মিয়াসহ অনেকেই চাল পাননি বলে অভিযোগ করেছেন।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং জানান, ‘‘ইউপি সদস্যের বিরুদ্ধে আরও আগেরই অভিযোগ আছে, ৩ সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত কার্যক্রম চলছে, রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ ইউপি সদস্য কামাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি চাল চুরির সাথে জড়িত নই, আমার নির্বাচনী প্রতিপক্ষ আমাকে ফাসিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির রিপোর্ট আসলেই আসল রহস্য বেরিয়ে আসবে’’।