মনর উদ্দিন মনির, লাখাই : বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগান কে সামনে রেখে ”১ নং লাখাই ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ” এর উদ্যোগে শুক্রবার (২১ আগষ্ট) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত শিবপুর বাজারে মসজিদ সহ লাখাই ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রসা মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে তিনশ ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং এর সহযোগিতায় উক্ত কর্মসূচীতে গাছের চারা রোপন এ উদ্বোধন করেন লাখাই ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যন আইউব রাজা এমরান, লাখাই উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক রহিছ মিয়া সাবেক সেনাবাহিনীর সার্জেন্টেন এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শাকিল আহাম্মদ, পরিচালক ফরহাদ সহযোগী নিজাম উদ্দিন, সহ সংগঠনের বৃন্দ।
সংগঠনটির অন্যতম উদ্যোগ কথা নেতৃবৃন্দ জানান, পুরো বিশ্ব যখন থমকে আছে, তখন প্রকৃতি তার নিজের রুপে সেজে উঠেছে। আমরা আমাদের হাওরাঞ্চলে দৈনন্দিন জীবনের কাজে প্রকৃতিকে নানাভাবে ব্যবহার করছি, কিন্তু কখনোই প্রাকৃতিক ভারসাম্যের গুরুত্ব দেইনা। তাই আমরা চেষ্টা করেছি বৃক্ষরোপনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য সকলকে অনুপ্রাণিত করতে এবং সামাজিক প্রতিষ্ঠানের সৌন্দর্যবৃদ্ধি করতে আমরা সর্বত্র এগিয়ে যাচ্ছি।