মনর উদ্দিন মনির, লাখাই : ” ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” এ পতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে লাখাই অনলাইন প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ২০২১ খ্রীঃ- অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৩ টায় লাখাই প্রেসক্লাব কার্যালয়ে লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরানে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়ের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সেখানে উপস্থিত সাংবাদিকরা পরস্পর ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় বক্তব্য রাখেন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, লাখাই সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ, সহ-সভাপতি গাজী শাহজাহান চিশতী, অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সস্পাদক বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক শাহ আমজাদ হোসেন নয়ন, লাখাই অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সূর্য্য রায়, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক সায়েদুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা তাফাজ্জল হক, দপ্তর সম্পাদক মনর উদ্দিন মনির, প্রচার সম্পাদক আক্তার মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক আকিব শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে অনলাইন প্রেসক্লাব এর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এবং মাসিক মিটিং এর সিদ্ধান্ত গৃহীত হয়।