লাখাইয়ে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার থানার পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে আমার দিকনির্দেশনা মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সদর থানার সার্বিক সহযোগিতায় অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার পোদ্দার বাড়ী বাজার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত শাহ মোঃ শরফরাজ এর ছেলে শাহ মোঃ খালেদ মোশাররফ (৩২) কে চোরাই মোটরসাইকেল সহ আসামীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল খায়ের আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১০ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে গত ১৬ জুন লাখাই টাউনশিপ বাজার এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরি হলে এ ঘটনায় মোটরসাইকেল এর মালিক লাখাই থানায় মোটরসাইকেল চুরি হয়েছে মর্মে একটি জিডি করে যার জিডি নং ৯৫৫ তারিখ ২৪ জুন ২০২৪ ইং। এই জিডি মুলে চোরাই মোটরসাইকেল সহ আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। মুূল আসামী জাবের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।