লাখাইয়ে ৭ পরিবারকে জমিসহ গৃহ প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 20 June 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ৭ পরিবারকে জমিসহ গৃহ প্রদান

Link Copied!

লাখাই প্রতিনিধিঃ   লাখাইয়ে রবিবার (২০এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে ৭ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। সঞ্চালনায় করেন সহকারী কমিশনার( ভূমি) ইয়াছিন আরাফাত রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।এ সময় বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নেওয়াজ ।

 

 

ছবি  :  ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি

 

 

 

এতে উপস্থিত ছিলেন বুল্লা ইউ,পি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা, সহ-সভাপতি আতাউর রহমান ইমরান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান মিয়া,উপজেলা সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহি, উপজেলা মৎস্য অফিসার মোঃ বুরহান উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রহিম প্রমুখ। এতে উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।