লাখাইয়ে ৩৯ কেন্দ্রের মাঝে ৩৪ কেন্দ্রই ঝুকিপূর্ণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 May 2024

লাখাইয়ে ৩৯ কেন্দ্রের মাঝে ৩৪ কেন্দ্রই ঝুকিপূর্ণ

Link Copied!

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩৯ টি কেন্দ্রের মাঝে ৩৪ কেন্দ্রই ঝুকিপূর্ণ। খোঁজ নিয়ে জানা যায় ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত লাখাই উপজেলা। মোট ভোটার সংখ্যা ১লাখ ২৮ হাজার ৬৭৬ জন নারী পুরুষ ভোটার রয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৩৯টি তন্মধ্যে ১৮ টি কেন্দ্র ঝুকিপূর্ণ এবং ১৬ ভোট কেন্দ্র অতি ঝকিপূর্ণ।

ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত কি ভাবে করেছেন জানতে চাইলে তিনি জানান বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এই ঝুকিপূর্ণ তালিকা করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে আলাপ কালে তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যতই ঝুকিপূর্ণ হউক না কেন এ ব্যপারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ও নির্বাচন কমিশন যতেষ্ট সচেতন রয়েছে।

আমরা লাখাই উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও ভোটার উপস্থিতি নিশ্চিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ক্ষেত্রে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করে একটা নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভোটের দিন কোন প্রার্থী বা সমর্থক কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ঘটার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

এই নির্বাচনে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি পুলিশ আনসার সহ পর্যাপ্ত পরিমাণে অফিসার নিয়োগ করা হয়েছে। দুর্গম এলাকায় যে সব কেন্দ্র আছে সেই সব কেন্দ্রের বিষয়টি আমাদের নজরে আছে।

এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাশেম এর সাথে আলাপ কালে তিনি জানান, আগামী ২৯ মে লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় সেই সব পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়