লাখাইয়ে ডাকাতি মামলার ২ আসামী জনতার হাতে আটক হয়েছে । পরে তাদেরকে পুলিশে সোপর্দ কর হয় ।
লাখাই থানা সুত্রে জানা যায় রবিবার ২৬ জুন রাতে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ব্রীজের নীচে একত্রিত অবস্থায় আসামীদের আটক করে লাখাই থানার পুলিশ কাছে হস্তান্তর করে।
আটককৃত আসামীরা হলো লাখাই ইউনিয়েনের পশ্চিম রুহিতনশী গ্রামের সহিদ মিয়ার ছেলে মোঃ হাকিম মিয়া(২৩) এবং স্বজনগ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া ।
সোমবার (২৭ জুন) আটককৃত আসামীদের হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে ।
আসামীদের কে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ সুত্র জানা গেছে ।
উল্লেখ্য গত২১ জুন রাত অনুমান ১টা ৪৫ মিঃ সময় লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের অজিত দাশের বাড়ীতে ডাকাতরা হামলা চালিয়ে ১লক্ষ ৭৫ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
তদন্তকারী কর্মকর্তা এস আই দেবাশীষ তালুকদার জানান মামলার মূল রহস্য উদঘাটন করার জন্য আসামীদের কে রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হয়েছে।