লাখাইয়ে ১৪ বছরেও নির্মিত হয়নি এপ্রোচ রোড : অব্যবহৃত রয়ে গেছে ব্রীজ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 8 December 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ১৪ বছরেও নির্মিত হয়নি এপ্রোচ রোড : অব্যবহৃত রয়ে গেছে ব্রীজ

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :    নির্মাণের ১৪ বছরেও কাজ হয়নি এপ্রোচ রোড। তাই খুটির মতো দাঁড়িয়ে আছে ব্রীজটি। এতে কোন কাজেই আসেনি লাখাই উপজেলার এই ব্রীজটি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যকে জানালেও কোন কাজের কাজ হয়নি।

 

সোমবার (৭ডিসেম্বর) সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, লাখাইয়ের বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে দুই পাড়ার যোগাযোগের জন্য নোয়াগাঁও পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার মধ্যবর্তী খালে আনুমানিক ১৪ বছর আগে একটি বিশাল ব্রীজ নির্মাণ করা হয়েছিল।

 

ছবি : ব্রীজের দুইপাশে মাটি ফেলে রাস্তা না করায় আজও অব্যবহৃত রয়ে গেছে এই ব্রিজটি

 

কিন্তু ব্রীজটির দুইপাশে মাটি ভরাট না করায় আজও ব্রীজটি ব্যবহার করা যায়নি। বর্তমানে ব্রীজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবগত করলেও কাজ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

সাবেক ওয়ার্ড মেম্বার জলিল এবং পশ্চিম পাড়ার বিকাশ দাশ দৈনিক আমার হবিগঞ্জকে জানান, বর্ষাকালে এক পাড়া থেকে অন্য পাড়ায় যোগাযোগ করা যায় না। নৌকায় চড়ে ৫/১০ টাকা দিয়ে যেতে হয়। রাত হলে নৌকা পাওয়া যায়না।

 

ব্রীজটি অকেজো পড়ে রয়েছে ১৪ বছর ধরে। ব্রীজের সংযোগ সড়ক নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ এমপিকে জানানো হলে তারা কালক্ষেপন করে কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর।

 

ব্রীজের গোড়ায় মাটি দিয়ে ভরাট ও সিঁড়ি নির্মাণ করে চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানান এলাকাবাসী। স্থানীয় ওয়ার্ড মেম্বার ইকবাল মিয়া বলেন, এমপি মহোদয়কে এ বিষয়ে অবগত করা হয়েছে।

 

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, আমি বিষয়টি জানলাম, বিষয়টি আমি দেখবো।