মনির/শুভ লাখাইঃ লাখাইয়ে ১০মিনিটের ব্যবধানে সফর আলী (৮২) ও মজিবুর রহমান (৫২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।রবিবার (২১নভেম্বর) লাখাই ইউনিয়নের আমানুল্ল্যাহপুর গ্রামে এ আকস্মিক এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, সফর আলী সকাল ১১টা ১০ মিনিটে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তিনি মৃত্যুবরণ করার ১০মিনিট পর অপর চাচাতো ভাই মজিবুর রহামান ১১টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। তবে মজিবুর রহমান কি কারনে মৃত্যৃবরণ করেছেন তার কারন জানা যায়নি । তবে ক্যান্সার রোগ ছিল বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে কথা হলে ১নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন রুপন দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, তারা দুই ভাই ১০মিনিটের ব্যবধানে মৃত্যুবরন করেন। মৃত দুই ব্যক্তির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।