লাখাইয়ে ০৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জুনাইদ মিয়া নামে এক ধর্ষক আটক। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ০৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জুনাইদ মিয়া নামে এক ধর্ষক আটক।

Link Copied!

 

 



স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের লাখাইয়ে ৯ বছরের এক শিশুকে মাদ্রাসার হিফজখানায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত শনিবার (০৪ জুলাই) সকালে লাখাই উপজেলায় বাড়ির পাশের মাদ্রাসার হিফজখানায় এ ঘটনাটি ঘটে। পরেরদিন রবিবার দিবাগত রাত প্রায় ২ টায় মাদ্রাসা থেকে ধর্ষক জুনাইদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গ্রেফতাকৃত ধর্ষক লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের হাসু মিয়ার পুত্র। সে বামৈ কাটিহারা সিদ্দিকীয়া ইসলামীয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে শিশুটির পিতা সিলেটে থাকেন। ওই দিন বাড়ির পাশে মাদ্রাসা মাঠে সকাল ৮ টার দিকে ধর্ষিতা শিশুটি আরো কয়েক জন শিশুর সাথে খেলা করছিল। শিশুটিকে কাঠালের বিচি দিবে বলে প্রলোভন দেখিয়ে মাদ্রাসার ২য় তলায় কক্ষ হিফজখানায় নিয়ে যায় ধর্ষক জুনাঈদ। তখন হিফজখানায় অন্য কোন লোক না থাকায় ধর্ষক জুনাইদ হিফজখানার দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষিতা শিশুটি বাড়িতে গিয়ে মা হনুফার কাছে বললে মা সঙ্গে সঙ্গেই আশে পাশের লোকজনকে নিয়ে মাদ্রাসায় আসলে ধর্ষক জুনাইদ পালিয়ে যায়। তখন চিকিৎসার জন্য শিশুটিকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লাখাই থানার উপ সহকারি পরির্দশক অজয় চন্দ্র দেব বিষয়টি “আমার হবিগঞ্জ” প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গত রবিবার শিশুটির মা অনুফা বেগম বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা করেন।