লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের হাওরে লাল মিয়া নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আপস রফা না মানায় স্বাক্ষীদেরকে আক্রমণ ও মারধর করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
ওই মামলার বাদী নিহত লাল মিয়ার পুত্র চান মিয়া ও আসামী জিরুন্ডা গ্রামের সাউজ মিয়া, জিহাদ আলী, রাজু মিয়া সহ আরো কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেন স্বাক্ষী মৃত আয়াত আলীর পুত্র মুছা মিয়া। এ নিয়ে শুক্রবার (৩ মার্চ) তিনি লাখাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গত ২৬ জানুয়ারি রাতে জিরুন্ডা গ্রামের ইলিয়াকান্দি বন্দের সেচ পাম্পের পাশে অস্থায়ী ‘ছৈয়া’ ঘরে সাউজ মিয়া, জিহাদ মিয়া, রাজু মিয়া সহ অন্য আসামীরা বৃদ্ধ লাল মিয়াকে হত্যা করেন বলে ২৯ মার্চ লাখাই থানায় মামলা দায়ের করেন লাল মিয়ার পুত্র চান মিয়া।
এ মামলায় মুছা মিয়া সহ আরো কয়েকজনকে সাক্ষী করা হয়। পরবর্তীতে চাঁন মিয়ার সাথে আসামিরা মোটা অংকের অর্থের বিনিময়ে আপষ রফা করেন। এ আপোষ রফা মেনে নিতে স্বাক্ষীদের উপর চাপ প্রয়োগ করেন আসামীরা। স্বাক্ষীরা বিষয়টি বিচারাধীন থাকায় আপষ রফা মানেন নি।
এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা ২৮ ফেব্রুয়ারী সকালে স্বাক্ষী মুছা মিয়ার উপর আক্রমণ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। অন্য স্বাক্ষীদের সহযোগিতায় রক্ষা পান। এর পর ওই আসামিরা স্বাক্ষী মুছা মিয়া সহ অন্যদেরকে মারধর করার হুমকি দিয়ে চলে যান।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।