লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত লালু মিয়া (২২) মঙ্গলবার (১০মে) রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় নিহতের বন্ধু মোঃ রানুল হোসেন।
স্থানীয় সুত্রে জানাযায়, গত শনিবার (৭মে) মোটর সাইকেল চালক লালু(২২) বামৈ থেকে ফুলবাড়িয়ার উদ্যেশ্যে রওনা হলে ফুলবাড়িয়া নামক সড়ক এলাকায় বিপরীত দিক ফুলবাড়িয়া থেকে আসা মোটর সাইকেল চালক সাউদির মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ফুলবাড়িয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সাউদি (২৫), একই গ্রামের মৃত আরাফাত মিয়ার ছেলে লালু(২২) ও করম আলী মিয়ার ছেলে রবিউল(৩২) আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মঞ্জুর আহসান আহত ৩ জনের মধ্যে গুরুত্বর আহত লালু মিয়া (২২) কে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে একই দিনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (১০মে) রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।