লাখাইয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অতিরিক্ত যাত্রী বহনে ভ্রাম‍্যমান আদালতে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 15 August 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অতিরিক্ত যাত্রী বহনে ভ্রাম‍্যমান আদালতে জরিমানা

অনলাইন এডিটর
August 15, 2020 12:37 pm
Link Copied!

ছবি: ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী ম‍্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।

 

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে করোনা মোকাবেলা স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪’ই আগষ্ট) বিকেলে উপজেলার বামৈ নৌকায় ঘাটে ও একটি বাজারে উপজেলা নির্বাহী ম‍্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এর নেতৃত্বে ভ্রাম‍্যমান আদালতের অভিযান চালিয়ে ৫ টি মামলায় ৫ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় উপজেলা নির্বাহী ম‍্যাজিস্ট্রেট লুসিকান্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেন। ভ্রাম‍্যমান আদালতে পরিচালনা সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।