লাখাইয়ে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকের মাঝে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত ৭০ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 December 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকের মাঝে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত ৭০

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই : 
লাখাইয়ে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকের মাঝে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী  সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়াকরি মেইনরোড সড়কে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ৯জন পুলিশসহ উভয় পক্ষের প্রায় ৭০জন লোক আহত হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার তদন্ত ওসি মহিউদ্দিন সুমন ।

ছবি : উভয়পক্ষের সংঘর্ষ থামাতে কাজ করছে পুলিশ

আহত পুলিশ সদস্যরা হল : লাখাই থানার ওসি সাইদুল ইসলাম, কনস্টবল পবিত্র কর্মী, ফারুক ইসলাম, রিপন মিয়া, মিথুন তালুকদার, অন্যন্য আহতরা হলঃ জীবন(১৭) পারভেজ (২৪), কাউছার(৪০), ফয়সল(২৫), রাহীম(১৪) প্রমুখ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুত্বর আহত ১জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকী আহতদের পরিচয় পাওয়া যায়নি  ।
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য লাখাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মুড়াকরি ইউনিয়নের স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সল ও সালাউদ্দিন সুমন সমর্থকদের মধ্যে নির্বাচনীয় প্রচারণাকে কেন্দ্রকরে তর্কবিতর্ক সৃষ্টি হয় পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও  ইটপাটকেলের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাফুজা আক্তার শিমুল।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ১৩৭ রাউন্ড রাবার বুলেট, ৩৮ রাউন্ড শিষাসহ মোট ১৭৫ রাউন্ড  নিক্ষেপের পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনে। কি কারনে  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তার কারন জানা যায়নি। তবে তদন্ত চলছে এতে আমিসহ ৯জন পুলিশ সদস্য আহত হয়েছি । আমার হাতের একটি আঙ্গুল ভেঙ্গে গেছে ।
গুরুত্বর আহত একজন পুলিশকে পাশ্ববর্তী নাসিরনগর অন্যদেরকে লাখাই  উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।