আহত পুলিশ সদস্যরা হল : লাখাই থানার ওসি সাইদুল ইসলাম, কনস্টবল পবিত্র কর্মী, ফারুক ইসলাম, রিপন মিয়া, মিথুন তালুকদার, অন্যন্য আহতরা হলঃ জীবন(১৭) পারভেজ (২৪), কাউছার(৪০), ফয়সল(২৫), রাহীম(১৪) প্রমুখ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুত্বর আহত ১জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকী আহতদের পরিচয় পাওয়া যায়নি ।
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।