মনর উদ্দিন মনির, লাখাই : লাখাইয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায়’ অসচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা যায়, ১’নং লাখাই ইউনিয়নের অসচ্ছল প্রতিবন্ধী ১০৫ জন, বয়স্ক ৭৫ জন, বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ৫৫ জন সহ মোট ২৩৫ জনকে ভাতার বই দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলায় সরকারি ভাতাভোগী মোট আনুমানিক প্রায় ৮ হাজার।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আবজালুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ১নং লাখাই ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আইয়ুব রেজা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।