লাখাই প্রতিনিধি : লাখাইয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় স্বামী নিগৃহীতা মহিলা, বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা তালিকাভূক্ত স্বামী নিগৃহীতা মহিলা, বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের হাতে ভাতার টাকা ও খাদ্য উপকরণ প্রদান করেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।