তৌহিদ মোল্লা, লাখাই : লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের প্রধান প্রবেশ পথ সাবেক এমপি মোস্তফা আলী রোডে ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসার নিকটে ব্রিজটির বেহাল দশায় পরিণত হয়েছে। প্রায় ৩ বছর পূর্বে টেন্ডারের মাধ্যমে পুরাতন ব্রিজটি পুনরায় মেরামত করা হয়। এলাকাবাসী জানায়,ব্রিজটি সংস্কার কালে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন এ জন্য ব্রিজটি ঝুকিপূর্ণ।
ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন ট্রাক্টর,টমটম,মোটরসাইকেল, ট্রলি,মাইক্রোবাস,অটোবাইক,রিকশা ,ভ্যানসহ শত শত যানবাহন চলাচল করে। এ দিকে স্কুল, কলেজে,মাদ্রাসার ছাত্রছাএী জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে। এতে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সংস্কার না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই’ র সাথে মুঠোফোনে আলাপকালে বলেন,ব্রিজটি জনগুরুত্বপূর্ণ বিধায় সংস্কার করা খুবই জরুরী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ শাহ আলম এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন,ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্হা নেবেন বলে জানান।
এলাকাবাসীর প্রাণের দাবি প্রতিদিন হাজার হাজার জনগণ ও বিভিন্ন প্রকারের গাড়ি রাস্তা দিয়ে চলাচল করে বিধায় এ ব্রিজটি ভেঙ্গে নতুন ১ টি ব্রিজ নির্মাণ করার।