সাহসী সাংবাদিকতায় অবদান রাখায় লাখাই প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক আমার হবিগঞ্জ স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান ইমরানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০এপ্রিল) লাখাই বাজারে লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার লাখাই প্রতিনিধি আশীষ দাস গুপ্তের সঞ্চালনায় ও লাখাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের লাখাই প্রতিনিধি অ্যাডভোকেট আলী নোয়াজের সভাপতিত্বে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলহাজ্ব বাহার উদ্দিন, লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ দাশগুপ্ত, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, লাখাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বি.এইচ.এম রানা, লাখাই রাধাচরণ অভয়চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল উদ্দিন, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এস.আই নুরুদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও আজকের হবিগঞ্জ পত্রিকার লাখাই প্রতিনিধি বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও লাখো কন্ঠ এবং চ্যানেল এস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সুশীল দাস, বাংলাদেশ প্রেসক্লাব লাখাই উপজেলা শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ রিপন ও সাংবাদিক শাহিনুর রহমান মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার লাখাই প্রতিনিধি এম এ ওয়াহেদ, মনর উদ্দিন মনির, এমসি শুভ, লাখাই অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সূর্য রায়, সাংবাদিক সানি চন্দ্র বিশ্বাস, আক্তার হোসেন, সায়েদুল ইসলাম সহ আরো অনেকে।
সভায় বক্তারা সাহসী সাংবাদিকতার জন্য স্বর্ণপদক লাভ করায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক আতাউর রহমান ইমরান কে সাধুবাদ জানান। সমাজের অন্যায়-অবিচারকে লেখনীর মাধ্যমে মোকাবেলায় তাকে উৎসাহিত করেন।
সভায় সংবর্ধিত ব্যক্তি সাংবাদিক আতাউর রহমান ইমরান তাকে সম্মান প্রদান করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় তাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। সভাশেষে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।