স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার স্বজনগ্রামে সরকারী সম্পত্তি মাটি ভরাট করে দখল করার অভিযোগ উঠেছে। শুধু সরকারী সম্পত্তিই নয়, পাশা-পাশি দখল করছেন স্থানীয় রুকন উদ্দিন নামে এক নিরীহ ব্যক্তির জমিও।
এ ব্যাপারে ভুক্তভোগী রুকন উদ্দিন বাদী হয়ে গত ৯ই আগস্ট হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগে তিনি উল্লেখ করেন, লাখাই উপজেলার স্বজনগ্রাম মৌজার, জেএল নং-৪৯, খতিয়ান নং-১/১, এসএ দাগ নং-৬১৭, আরএস দাগ নং-৮০২, মোয়াজী ৭০ এর মালিক শ্যামা চরণ দাস চেধুরী। তিনি ১৯৬৫ সালের পূর্বে স্ব-পরিবারে ভারতে চলে যান। সেখানে তার ৩ পুত্র সন্তান রেখে মারা যান। ১৯৬৬ সালে তাকে সরকার ভারতবাসী বলে গেজেট প্রকাশ করে।
পরে ওই জায়গাটি সরকারের অধিনে চলে যাওয়ায় স্থানীয় মোঃ শামছুল আলম, মৃত ইফনুছ আলী মাষ্টারের পুত্র শফিউদ্দিন, মৃত মুলফত আলীর পুত্র শওকত আলী, মৃত রজমান মিয়ার পুত্র এনায়েত হোসেন, আজগর হোসেনের পুত্র আলমগীর আলম মাহফুজ, মৃত নুর মুন্সির পুত্র মুহিবুর রহমান গংরা দখল করার পায়তারা করছে।
এ ব্যাপারে স্বজনগ্রাম গ্রামের আব্দুর রউফ মিয়ার পুত্র রুকন উদ্দিন প্রতিবাদ করলে তাকে দখলদাররা প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’কে, বিষয়টি আমার জানা নাই, তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।