লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মুন্সি বাড়ীর সংলগ্ন সরকারী রাস্তা থেকে ইট তুলে যানচলাচল বন্ধ করার সংবাদ আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রকৌশলী মোঃ মাহবুব হোসেন তার অফিসে লোকজন নিয়ে তেঘরিয়া গ্রামের মুন্সি বাড়ীর সংলগ্ন সরকারী রাস্তা থেকে প্রতিবন্ধকতা অপসারণ করে উন্মুক্ত করেছেন মর্মে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌচলী মোঃ মাহবুব হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধি কে জানান, পত্রিকায় সংবাদ প্রকাশ এর পর আমার দৃষ্টিগোচর হলে আমার দপ্তরের লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌছে রাস্তায় প্রতিবন্ধকতা দূর করে যানচলাচল ও জন চলাচলের জন্য ঔ রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছি। পাশাপাশি মুখলেছ চৌধুরীরকে সরকারের রাস্তার ইট পূনরায় বিছানোর জন্য নির্দেশনা দিয়ে এসেছি। এই রাস্তাটি যানচলাচল ও জনসাধারণের চলাচলের জন্য রাস্তাট উন্মুক্ত করে দেয়ার জন্য গ্রামবাসী প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।