লাখাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জিনিসপত্র বিক্রির অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জিনিসপত্র বিক্রির অভিযোগ

Link Copied!

লাখাই উপজেলার তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর বেলা উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল সহ বিপুল পরিমাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়।

সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বিপুল পরিমাণ সামগ্রী বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে তেঘরিয়া গ্রামের ফেরীআলার নিকট বিক্রি করেছেন।এটি স্থানীয়দের নজরে আসায় তাঁরা বিষয়টি স্থানীয় অন্যান্য দের অবহিত করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মোবাইলে আলাপ করে লাভ নেই আগামীকাল সাক্ষাৎ এ কথা বলব। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে কোন সরকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরাতন সামগ্রী বিক্রি করার বিধান কি জানতে চাইলে তিনি জানান যে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র বিক্রি করার প্রয়োজন দেখা দিলে প্রথমে সরকারী শিক্ষা প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির রেজুলেশন করে আমার দপ্তরে আবেদন করার পর আমি যদি প্রয়োজন মনে করি তা হলে প্রকাশ্যে (দরপত্রের) নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত টাকা সরকারের কোষাগারে জমা দেয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে তেঘরিয়া ১নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান এর বিরুদ্ধে তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন লোহালক্কড় ও কাঠের সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে এই ব্যপারে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি জানান, আমি সরেজমিনে গিয়ে সত্যতা যাচাই করবো । অভিযোগ প্রমানিত হলে ঔ শিক্ষক এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।