লাখাইয়ে শৈশবের আনন্দে মেতে উঠেছে শিশুরা, এই আনন্দের মাঝে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 July 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে শৈশবের আনন্দে মেতে উঠেছে শিশুরা, এই আনন্দের মাঝে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা

Link Copied!

 

এমসি শুভ আহমেদ, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে বন্যার পানি বেড়ে যাওয়ায় শিশুরা শৈশবের দুরন্তপনা ব্রীজ হতে বন্যার পানিতে লাফালাফির উৎসবে মেতে উঠেছে। উচু ব্রিজ হতে লাফ দিতে কোথায় ভয়ের কথা, কিন্তু দেখা যায় সম্পুর্ন তার উল্টো, তারা ব্রিজ হতে আনন্দ উপভোগ করে।

সরজমিনে দেখা যায়, লাখাইয়ের সুবিদপুর ও লক্ষিপুর গ্রামের শিশু কিশোর ব্রিজের উপর লাইন ধরে দাড়িয়ে ব্রিজের উপর হতে বন্যার পানিতে লাফাচ্ছে, একের পর এক ধারাবাহিক ভাবে তারা মনের সুখে শৈশবের আনন্দে লাফালাফিতে মেতে উঠেছে । এই আনন্দের মাঝে ভয়াবহ বিপদের আশঙ্কা থাকলেও তারা কোনো বিপদের তুয়াক্কা না করে ঐ লাফালাফি করে আনন্দ উপভোগ করিতেছে ।

 

ছবি: ব্রীজ হতে বন্যার পানিতে লাফালাফির উৎসবে মেতে উঠেছে শিশুরা

 

নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, ব্রিজ হতে বর্ষার পানিতে যে স্থানে লাফাচ্ছে ঐ যায়গায় গভীরতা কম, এই স্থান প্রায় ৬ মাস শুকনো থাকে, লাফানোর ফলে যে কোনো সময় যে কোনো ভয়াবহ দূর্ঘটনার শিকার হতে পারে। তাই শিশুদের মা- বাবারদের এই বিষয়ে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন।