লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 1 November 2023

লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এম এ ওয়াহেদ
November 1, 2023 9:18 am
Link Copied!

লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলার মশাদিয়া গ্রামস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল ৪টায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ফজলে এলাহি ফরহাদ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেয়।
আলোচনা শেষে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নি র্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানা।

উদ্বোধনী দিনের খেলায় অংশ নেন ভাদিকারা শেখ ভানুশাহ স্পোর্টিং ক্লাব বনাম তেঘরিয়া স্পোর্টিং ক্লাব।
খেলায় নির্ধারিত সময়ে, অতিরিক্ত সময়ে এবং ট্রাইব্রেকারে অমিমাংসিত থাকায় বুধবার (১ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় পূনরায় ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারন করার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়