লাখাইয়ে শিব মন্দিরে চুরির ঘটনায় আটক-৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 April 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে শিব মন্দিরে চুরির ঘটনায় আটক-৩

Link Copied!

তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ॥ লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে শিব মন্দিরের মাথা ভেঙ্গে মূল্যবান জিনিষপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার দ্বায়ে ৩ জন কে আটক করেছে লাখাই থানা পুলিশ।

আটককৃতরা হল, উপজেলার রামদেবপুর গ্রামের নরেন্দ্র সরকারের পুত্র নারায়ণ সরকার (২৫), দুলাল সরকার (২২), প্রফুল্ল্য সূত্রধরের পুত্র রথিন্দ্র সূত্রধর (২৬)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই এলাকার পূর্ব বুল্লা গ্রামে শিব মন্দিরে ভেতরে প্রবেশ করে কলেজে রক্ষিত রক্ষিত স্বর্ণ রৌপ্যসহ বিভিন্ন মূল্যবান তৈজসপত্র চুরি করে নিয়ে যায়। পরে গ্রামবাসীদের সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।

লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম জানান, অভিযুক্তদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। চোরাই কলসের বাকী অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে বাকী কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।