লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 May 2024

লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন

এম এ ওয়াহেদ
May 20, 2024 6:50 pm
Link Copied!

লাখাই উপজেলার ভরপূর্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিবন রুপা দাশের মৃত্যুর আসল রহস্য উদঘাটন এর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লাখাই উপজেলা শিক্ষা পরিবার। সোমবার (২০মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা পরিবারের শিক্ষিকা সপ্না আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সেলিম বাহার, জুনাইদ তালুকদার, আয়েশা সিদ্দিকা, প্রানেশ গোস্বামী, প্রানেশ রঞ্জন দাশ,কাওছার মোল্লা, সমির চন্দ্র দাশ,রেজুয়ান আহমেদ সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন রিবন রুপা দাস এর মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত দোষী ব্যক্তিদের কে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য -জাতীয় পুরস্কার প্রাপ্ত স্কুল শিক্ষিকা রিবন রুপা দাসের মরদেহ গত ১২ ই মে লাখাই উপজেলার ঝনঝনিয়া নদীর ব্রীজের নিকটবর্তী হাওড় থেকে উদ্ধার করা হয় রিবন রুপা দাশের মরদেহ। এ ঘটনায় তার স্বামী অজয় চন্দ্র দাশ বাদী হয়ে ৩ জন আসামীর নাম উল্লেখ করে আরো কয়েকজন অজ্ঞাত রেখে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়