এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাই উপজেলায় এ বছর রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে । উপজেলা কৃষি সম্প্রসারন সুত্রে জানা যায়, এবার লাখাই উপজেলায় ৩ হাজার ৯ শত ৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। এ ব্যাপারে এলাকার কৃষকের সাথে আলাপকালে তারা জানান, রোপা আমন ধানের ভাল ফলন হয়েছে এবার । ভালোয় ভালোয় যদি আমাদের মেহনতের কামাই উৎপাদিত ফসল ঘরে তুলতে পারি তবেই আমাদের আর্থিক খরচ ও মেহনত স্বার্থক হবে।

ছবি : লাখাই উপজেলায় রোপা আমনের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষক
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার জানান, এ বছর রোপা আমন ধান এখন পর্যন্ত ভালই পরিলক্ষীত হচ্ছে তবে কিছু কিছু জমিতে দোষ দেখা দিলেও কৃষকদেরকে প্রয়োজনীয় বিষ প্রয়োগ করার জন্য পরামর্শ দিচ্ছি। এ ছর রাজস্ব খাতের অন্তর্ভূক্ত ৩০ জন কৃষকের জমিতে রোপা আমন ধান প্রদর্শনী করেছি।
তিনি আরো জানান প্রতি হেক্টর জমিতে ৫ মেট্রিক টন রোপা আমন ধান লক্ষ্যমাত্রা নির্ধারন করা কয়েছে। সরেজমিনে দেখা যায়, কিছু কিছু জমিতে বিভিন্ন রোগে আক্রান্ত ধানের চারায়। এ ব্যপারে কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের অজ্ঞতার কারনে এ সমস্যা দেখা দিয়েছে। এর কারন যে জমিতে যতটুকু ইউরিয়া সার ব্যবহার করার কথা তার চেয়ে বেশী মাত্রায় প্রয়োগ করার কারনে এ সমস্যা হতে পারে।
তিনি আরো বলেন রোপা আমন চাষে প্রতি বিঘা জমিতে এম ও পি ৬০ গ্রাম +হিউভিট৬০ গ্রাম+২০ গ্রাম দস্তা প্রয়োগ করলেই আর কোন সমস্যা হতো না। তিনি বলেন এ বছর লাখাই উপজেলায় ৭ শত ১৯ মেঃ টন ধান উৎপন্ন হবে বলে আমি আশাবাদী।