লাখাইয়ে রাস্তার মধ্যে গাছ পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 June 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে রাস্তার মধ্যে গাছ পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

লাখাই প্রতিনিধি :  হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তার মধ্যে মোরটরসাইকেলের উপর গাছ পড়ে নিহত হয়েছেন দুই জন। মঙ্গলবার (২৩জুন) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ লাখাই সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ধর্মন্দল গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র পলাশ মিয়া (১৮) ও লস্কর মিয়ার পুত্র মঞ্জু মিয়া(২৩)। জানা যায়,মোটরসাইকেল আরোহী পলাশ মিয়া,মঞ্জু মিয়া ও গিয়াস উদ্দিন এই তিন জন এক মোটরসাইকেল যোগে বুল্লা বাজারে মাছ কিনতে রওয়া দেন।

 

পতিমধ্যে হবিগঞ্জ-লাখাই সড়কের পান্না নামক স্থানে পৌছলে সেখানে রাস্তার পাশে লাগানো গাছ কাটার সময় অসাবধানতাবশত: একটি গাছ এই তিনজনের উপর পড়ে যায়।

ছবি : ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে

এই ঘটনায় ঘটনাস্থালেই পলাশ নিহত হন। অন্যদিকে মূমুর্ষূ অবস্থায়  হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মঞ্জু মিয়ার। আহত হন অপর যাত্রী গিয়াস উদ্দিন।

 

ঘটনার খবর পেয়ে লাখাই থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে নিহত লাশের সুরতহাল তৈরী ও ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানেরা ব্যবস্থা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি (তদন্ত) অজয় দেব।