আতাউর রহমান ইমরান : সাড়ে ৩টন চাল আত্নসাতের অভিযোগে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার যুবলীগ নেতা উজ্জ্বলকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। পাশাপাশি তার ডিলারশীপ বাতিলের জন্য সুপারিশ করেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার (১৮মে) হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চাল আত্নসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলার উজ্জল আহমেদকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ছবি : চাল চুরির অভিযোগে পুলিশের হাতে আটক যুবলীগ নেতা উজ্জ্বল আহমেদ
সূত্রে জানা যায়, লাখাই উপজেলার খাদ্য পরিদর্শক (বিসিএস নন ক্যাডার) হোসনা আক্তার মোড়াকরি গ্রামের বশির মিয়ার কাছ থেকে ফোনে অভিযোগ পান যে মোড়াকরি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার লাখাই উপজেলা যুবলীগ নেতা উজ্জল আহমেদ (৩৮) প্রায় সাড়ে ৪ টন চাল আত্মসাত করেছেন এবং চালগুলো গোডাউনে রাখা হয়েছে । অভিযোগ পাওয়ার পর পর উক্ত খাদ্য পরিদর্শক হোসনা আক্তার ডিলার উজ্জ্বল আহমেদের দোকানে উপস্থিত হন এবং চাল গণনার নির্দেশ প্রদান করেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক কামরুল হাসান এবং ডেপুটি রেভিনিউ কালেক্টর জনাব মাসুদ রানা। চাল গণনার পর সেখানে প্রায় সাড়ে ৩ টন চাল কম পাওয়া যায় এবং আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। তখন ডেপুটি রেভিনিউ কালেক্টর জনাব মাসুদ রানা অভিযুক্ত ডিলার উজ্জ্বল আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তার লাইসেন্স বাতিলের জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করেন। উজ্জল আহমেদ কে সাথে সাথে গ্রেফতার করা হয়। এ সময় জেলা প্রশাসক জনাব কামরুল হাসান খাদ্য পরিদর্শক হোসনা আক্তারকে লাখাই উপজেলা খাদ্য গুদামে উজ্জল আহমেদ এর চাল রয়েছে কিনা যাচাই করে তাকে রিপোর্ট করার নির্দেশ প্রদান করেন। হোসনা আক্তার সঙ্গে সঙ্গে লাখাই উপজেলা খাদ্য গুদামে যান এবং গুদামের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শককে জিজ্ঞেস করেন এখানে উজ্জল আহমেদ এর চাল রয়েছে কিনা। গুদামের কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেন। তখন খাদ্য গুদামের খামাল গণনা করা হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করা হলে জানা যাবে বিস্তারিত।

ছবি : লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্নসাতের অভিযোগে আটক যুবলীগ নেতা উজ্জ্বলকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত
এ বিষয়ে উক্ত খাদ্য পরিদর্শক হোসনা আক্তার কে জিজ্ঞেস করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেন। এবং খাদ্য গোদাম সংক্রান্ত অভিযোগের রিপোর্ট প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েচেন খাদ্য পরিদর্শক হোসনা আক্তার।
দৈনিক আমার হবিগঞ্জের পক্ষ থেকে আরডিসি মাসুদ রানা কে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উজ্জ্বল আহমেদের বিরুদ্ধে চাল আত্নসাতের অভিযোগ প্রমাণিত প্রমাণিত হওয়ায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এবং তার লাইসেন্স বাতিল করার সুপারিশ করা হয়েছে।

ছবি : ১০টাক কেজি চালের ডিলার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়ার ফাইল ছবি
প্রসঙ্গত, উজ্জল আহমেদ জিরুন্ডা গ্রামের বাসিন্দা ও লাখাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং তার পিতা মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার জনাব আব্দুল মজিদ। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাকিল আহমেদ।