মনর উদ্দিন মনির, লাখাই :লাখাইয়ে যানজট নিরসনের লক্ষে উপজেলা প্রশাসনের মোবাইলকোর্ট পরিচালিত হয়েছে। ২৩শে জুন(বুধবার) স্থানীয় বুল্লাবাজার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা।
সুত্রে জানা যায়, বুল্লাবাজার ব্রীজের উপর ও সংলগ্ন রাস্তায় বাস, সিএনজি, ইজিবাইক পার্কিংকরে যানযট ও গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে একজন বাস চালককে ১টি মামলায় ৫শত টাকা জরিমানা করা হয়। তাছাড়াও ব্রিজের পাশে রাস্তায় কয়েকটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় এবিষয়ে সবাইকে সতর্ক করা হয়, মোবাইল কোর্ট পরিচালনাকালে সহায়তা করেন লাখাই থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।