লাখাই প্রতিনিধি : লাখাইয়ের বুল্লা বাজারে অভিনব কায়দায় এসি ল্যান্ডের নাম ভাঙ্গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে ভয়ভীতি ছড়িয়ে স্থানীয় দোকানদারদের কাছ থেকে বিকাশে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ১৯ ডিসেম্বর (শনিবার) স্থানীয় বুল্লা বাজারে ৯ নং ইউপি সদস্য বাচ্চু মিয়া বুল্লা মোবাইল কোর্ট পরিচালনা হবে মর্মে জানান এবং কথিত এসিল্যান্ডের সাথে যোগাযোগের নির্দেশ দেন। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী কথিত ভুয়া এসিল্যান্ডের সাথে যোগাযোগ করলে প্রতারক তাদের জানান, (১৯ ডিসেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হবে সুতরাং মোবাইল কোর্টের জরিমানা থেকে বাঁচতে হলে প্রত্যেক দোকানদারকে ৩০ হাজার টাকা করে (ঘুষ) প্রদান করতে হবে।
এর পরপরই স্থানীয় ব্যবসায়ীরা আমার হবিগঞ্জ পত্রিকার সাথে যোগাযোগ করলে পরবর্তীতে আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিবেদক বিষয়টি জানতে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইয়াসিন আরাফাত রানার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি মিথ্যা এবং ভুয়া। এর পরপরই প্রতিবেদক এসি.ল্যান্ডের বক্তব্য দোকানদের জানিয়ে দেন এবং কেউ যেন টাকা না পাঠান সে বিষয়ে জানানো হয়।
বুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার বাচ্চু মিয়াকে এসি ল্যান্ডের নাম ভাঙ্গিয়ে ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার ইউনিয়নের (বুল্লা) চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু উক্ত ব্যক্তিকে (প্রতারককে) আমার নাস্বার প্রদান করেন এবং আমাকে চেয়ারম্যান সাহেব জানান এসিল্যান্ড মহোদয় ফোন করবেন। সে অনুযায়ী প্রতারক কথিত এসিল্যান্ড 01910541939 নাম্বার থেকে ফোন দিয়ে ব্যবসাদের সাথে কথা বলতে চান এবং প্রতারক ভূয়া এসি.ল্যান্ড ব্যবসায়ীদের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান এবং মোবাইল কোর্টের জরিমানা থেকে বাঁচতে হলে ৩০,০০০ টাকা বিকাশে পাঠিয়ে তার সাথে যোগাযোগ করার জন্য আহবান করেন।
বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু কেন ভুয়া এসি ল্যান্ডকে (প্রতারক) বাচ্চু মেম্বারের নাম্বার সরবরাহ করে ঘুষ আদায়ের চেষ্টা করেন সে বিষয়ে জানতে চাইলে তিনি স্থানীয় মেম্বারের নাস্বার কথিত এসি ল্যান্ডকে (প্রতারককে) সরবরাহের বিষয়টি স্বীকার করে বলেন প্রতারক আমাকে ফোন দিয়ে এসিল্যান্ড মহোদয়ের নাম বলেন এবং জানতে চান বুল্লা বাজারে কয়টি রেস্টুরেন্ট আছে তবে ঘুষ আদায়ের চেষ্টার বিষয়ে তিনি অবগতনন বলে জানান। তিনি আরো জানান কেউ এসিল্যান্ড কিংবা ওনার নাম ভাঙ্গিয়ে ঘুষ দাবি করলে প্রতারকদের আটকিয়ে আইনশৃঙ্গলা বাহিনী এবং প্রশাসনকে অবগতের বিষয়টি জানান।
এ বিষয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইয়াসিন আরাফাত রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মোবাইলকোর্ট পরিচালনা করার বিষয়টি সম্পূর্ণ গোপন এবং প্রশাসনের আভ্যন্তরীণ বিষয়। এবিষয়ে কেউ ঘুষ দাবি করলে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভূয়া।
এসময় তিনি এ ধরনের প্রতারকদের থেকে সকলকে সাবধান থাকার আহবান জানান এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।