এম সি শুভ আহমেদ, লাখাই : লাখাই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় বুল্লা বাজারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন এর সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা যায়, রাস্তার পাশে ধান বোঝাইকারী ট্রাক রেখে যানজট ও গণউপদ্রব সৃষ্টি করায় একজন ব্যক্তিকে ৫০০ টাকা ও অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় দোকানীকে ১ হাজার টাকা, সর্বমোট ২টি মামলায় ১হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা ।পরবর্তীতে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগীতা করেন লাখাই থানার একদল পুলিশ ও আনসার সদস্য।