লাখাইয়ে মিষ্টি লাউ চাষ করে লাভবান এনামুল হক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 6 March 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে মিষ্টি লাউ চাষ করে লাভবান এনামুল হক

Link Copied!

লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল বুল্লা ইউনিয়নের কাঠাইয়া গ্রামের আমীরুল ইসলামে ছেলে এনামুল হক মিষ্টি লাউ চাষাবাদ করে লাভবান হয়েছেন ।

সরেজমিনে তার লাউ বাগানে গিয়ে দেখা যায়, কাঠাইয়া গ্রামের দক্ষিন পাশে খোয়াই নদীর দক্ষিন পাড়ে ৫ বিঘা জমিতে মিষ্টি লাউ চাষ করেছেন তিনি । এনামুল হক কে এই মিষ্টি লাউ চাষাবাদ করতে আপনার কত টাকা হয়েছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন গত কার্তিক মাসে আমি এই মিষ্টি লাউয়ের চাষাবাদ করতে আমার এ পর্যন্ত ব্যয় হয়েছে ৪৫ হাজার টাকা তবে এখন পর্যন্ত ঔ জমি থেকে উৎপন্ন মিষ্টি লাউ বিক্রি করেছি ৮০ হাজার টাকা।

তিনি আরো জানান আগামী চৈত্র মাস পর্যন্ত আমার এই জমি থেকে মিষ্টি লাউ ২ লক্ষ টাকা বিক্রি করার সম্ভাবনা রয়েছে। আমি এই মিষ্টি লাউ চাষাবাদ করে এখন স্বাবলম্ভী হয়েছি।  এখন পর্যন্ত লাখাই উপজেলা কৃষি সম্প্রসারন অফিস থেকে কোন অফিসারের সাথে আমার সাক্ষাৎ হয়নি।

এ সংক্রান্ত বিষয়ে লাখাই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কাঠাইয়া গ্রামে এনামুল হক মিষ্টি লাউয়ের চাষাবাদ করেছে মর্মে আমার জানা নেই।

লাখাই উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাকিল খন্দকারের সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। এনামুল হক এ প্রতিনিধিকে জানান আমার মত যদি লাখাই উপজেলায় কৃষকরা মিষ্টি লাউ চাষ করতেন তা হলে লাখাই উপজেলায় সাধারন ক্রেতারা স্বল্প মূল্য মিষ্টি লাউ ক্রয় করতে পারত। অন্য জেলা থেকে আমদানী করা প্রয়োজন হতো না ।