লাখাই প্রতিনিধি : লাখাইয়ের বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে এবার স্কুলের মিড ডে মিলের লাখ লাখ টাকা দুর্নীতি করে আত্নসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৮/৪/২০২০ ইং তারিখে এই অভিযোগা দায়ের করেন অভিভাবক ও এলাকাবাসী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা অনুযায়ী কেবলমাত্র মিড ডে মিল এর জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ গ্রহণের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও লাখাই উপজেলার একমাত্র বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকেই স্কুলের বেতনের সাথে মিড ডে মিলের টাকা ও আদায় করার অভিযোগ উঠেছে।
গত ২৮/৪/২০২০ ইংরেজি তারিখে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে কাউছার আহমেদ, নেছার আহমেদ, জয়নাল হক সহ প্রায় ৩০/৩৫ জনের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসী অভিযোগ করেন মিড ডে মিল এর নামে স্কুলের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির সময় তিনি বাধ্যতামূলক টাকা আদায় করেন। প্রতিমাসে একশত পঞ্চাশ টাকা করে বছরে ১৮০০ টাকা, প্রায় ১৪০০ শিক্ষার্থীর কাছ থেকে আদায় করেন যা মোট প্রায় ২৫ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ অর্থ শিক্ষার্থীদের মিড ডে মিলের খরচ বাবদ কখনোই ব্যয় হয় না। এই টাকার বিশাল একটি অংশ চলে যায় উক্ত শিক্ষক এবং তার সহযোগীদের পকেট এ।
অভিযোগ হতে জানা যায়, স্কুলের মিড ডে মিলের বাবুর্চি নোমান মিয়া গত ৮/৪/২০২০ ইংরেজিতে স্কুলের মিড ডে মিলের সাত থেকে আট বস্তা চাল স্কুলের ক্যান্টিন থেকে মামুনুর রশীদ চৌধুরীর বাড়িতে নিয়ে যান। এছাড়াও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল থেকে স্কুলের টিন নিজের বাড়িতে নিয়ে যাওয়া, শিক্ষার্থীদের ব্যবহৃত শত শত কেজি বই স্কুল থেকে বিক্রয়, শিক্ষক নিয়োগে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
স্কুলের স্টুডেন্ট কেবিনেট এর সভাপতি সানি এবং ক্যাবিনেট নেতা মোস্তাক বলেন, প্রধান শিক্ষক বাধ্যতামূলকভাবে মিড ডে মিলের জন্য প্রায় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকেই টাকা আদায় করেন। টাকার নির্দিষ্ট মেয়াদ শেষ হলে উনি উল্টো খরচের ঘাটতি রয়েছে বলে তাদেরকে অবগত করেন। স্টুডেন্ট কেবিনেট এর কাছে উনি কোন প্রকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেন না। মিড ডে মিলের খরচ প্রদান করার নাম করে প্রত্যেক শিক্ষার্থীর ব্যবহৃত সরকারি স্কুলে নিয়ে নেন তিনি তারপর সেগুলি তিনি বিক্রয় করে সেই টাকা কি করেন এসব তারা জানতে পারেন না বলে উক্ত দুই শিক্ষার্থী নেতা জানান।
এ ব্যাপারে গত ৩১-৭-২০১৯ এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে প্রকাশিত এবং পরিচালক মাধ্যমিক প্রফেসর ডঃ মোঃ আব্দুল মান্নান স্বাক্ষরিত ৩৭.০২.০০০০.১০৭.৯৯.১৬৫.১৯-৩০৩৭ নং স্মারকের প্রজ্ঞাপনে মিড ডে মিল চালু করার বিষয়ের একটি প্রজ্ঞাপনে কেবলমাত্র আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা এবং কেবলমাত্র আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকেই টাকা নেয়ার স্পষ্ট নির্দেশনা উল্লেখ রয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় লাখাইর বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদের সাথে। তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,কোনো ধরণের টাকা আত্নসাত হয়নি। আর মিড-ডে মিল তো আমি একা চালাই না । মিড-ডে মিলের পরিচালানা করার জন্য একটা কমিটি আছে। তারা বিষয়টি ভালো বলতে পারবে।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,ষিয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। তবে অভিযোগ ও একটা দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্ভবত এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে তদন্তের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে । তবে তিনি দুর্ঘটনায় অসুস্থ রয়েছেন বিদায় সুস্থ হয়ে অফিসে ফেরত আসলে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।