লাখাইয়ে সরকারি জায়গা থেকে মাটি খনন করে খাল ভরাটের অভিযোগ শীর্ষক শিরোনামে গত ১৭নভেম্বর (শুক্রবার) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ।
বুধবার (২২নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। সহযোগিতা করেন বামৈ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী রিপন, সহ উপসহকারী আনোয়ারসহ লাখাই থানার একদল পুলিশ।
জানা যায়, অভিযুক্ত মাটি খেকু স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান মোবাইলকোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।
পূর্বের প্রকাশিত সংবাদ সুত্রে জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে টাউনশীপ এলাকার মাদ্রাসা সংলগ্ন সরকারি জায়গার ডোবা খনন করে মাটি কেটে পাশ্ববর্তী একটি সরকারি জায়গার খাল ভরাট করে দখল কররার পায়তারার অভিযোগ ওঠেছে প্রবাশালী সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান নামে ব্যক্তির বিরুদ্ধে, সে রুহীতনশী গ্রামের মৃত নুর মুন্সীর ছেলে।
গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে এক্সাভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে ট্রাকযোগে লাখাই টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ্ববর্তী টাউশীন এলাকায় রাস্তা তৈরির অজুহাতে দখলের উদ্যেশ্যে একটি খাল বন্ধ করে মাটি ভরাট করার দৃশ্য লক্ষকরা গেছে।
স্থানীয়রা জানান, গ্রামবাসীর বাধা উপেক্ষা করে গত ৫দিন যাবত সাবেক ইউপি সদস্য মহিবুর মিয়া এক্সাভেটর (ভেকু মেশিন) দিয়ে টাউনশীপ মাদ্রাসা সংলগ্ন সরকারি জায়গার ডুবা খনন করে ট্রাকযোগে মাটি নিয়ে যাচ্চে পাশ্ববর্তী একটি একটি খাল মাটি ভরাট করার জন্য।
খালটি মাটিভরাট হয়ে বন্ধ হয়ে গেলে জলাবদ্ধতার শঙ্কা রয়েছে , ডুবা খনন ও খালে মাটিভরাটে বাঁধা দিলে ভয়ভৃতি দেখায় প্রভাবশালী এইব্যাক্তি।
জানাযায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নির্দেশে বামৈ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী রিপন, অভিযুক্ত ব্যক্তি মহিবুরকে ডুবা থেকে মাটিকাটার ব্যাপারে নিষেধ করেন, একপর্যায়ে মাটিকাটার কাজ একদিন বন্ধের পর থেকে গত ৩দিন যাবত দখলদার ফের ডোবা থেকে মাটিকেটে খাল ভরাটের কাজ শুরু করেন।
স্থানীয় তালুকদার বলেন, সে খাল ভরাটের পাশাপাশি, সরকারি জায়গার ডুবা থেকে মাটি কেটে ট্রাকযোগে নিজস্ব জমিও ভরাট করছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, খালটি ভরাট হয়ে গেলে জমিতে পানি সেচে ব্যাঘাত ঘটবে। মহিবুর মেম্বার নিজের স্বার্থ হাসিলের জন্য নিজ খরচে খাল মাটি দিয়ে ভরাট করছে । এছাড়াও উপজেলা প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।