লাখাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 30 July 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১২

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই :  লাখাইয়ে মাছধরাকে কেন্দ্রকরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১২ জন লোক আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন আকিল মিয়া (২৮), কামাল মিয়া(৫০), নজরুল(২২), জালাল(৩৫)…প্রমুখ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার (৩০শে জুলাই) সকালে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের লখনাউক গ্রামে এ  সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে বরশি দিয়ে মাছধরাকে কেন্দ্রকরে আব্দুল বাছির ও নুরুল আমিন গং লোকজনদের মধ্য তর্কবিতর্ক সৃষ্টি হয় পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়াযায়নি, পরে থানা পুলিশের এসআই আব্দুল মান্নান এর সাথে কথাহলে তিনি  দৈনিক আমার হবিগঞ্জকে জানান, পুকুরে মাছধরা নিয়ে সংঘর্ষের ঘটনাঘটে, থানায় কোনো অভিযোগ আসেনি, আসলে তদন্তকরে আইআনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।