"লাখাইয়ে মহামারী করোনাকালীন সময়েও যানজট একটি সমস্যা" - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 2 April 2021
আজকের সর্বশেষ সবখবর

“লাখাইয়ে মহামারী করোনাকালীন সময়েও যানজট একটি সমস্যা”

Link Copied!

তৌহিদ মোল্লা।। লাখাই- ২ এপ্রিল ২০২১।।এদেশের জনগণের কাছে একটি অতি পরিচিত  ও অসহ্য যন্ত্রণাদায়ক শব্দ যানজট। লাখাইয়ে বুল্লাবাজারসহ বেশ কয়েকটি স্হানে এ সমস্যা প্রকট। বিশেষ করে বুল্লাবাজার,কালাউক বাজার,বামৈ বাজার বেড়েই চলেছে যানজট সমস্যার তীব্রতা। বাসাবাড়ি থেকে বেরোনো মানেই যানজটের সম্মুখীন হওয়া। এ যানজট  সমস্যার বেশ কয়েকটি কারণও রয়েছে। বিশেষ করে দূর পাল্লায় বাস রাস্তায় দাঁড়িয়ে থাকায়। তা ছাড়া রাস্তার  জায়গা না রেখেই অপরিকল্পিতভাবে বাড়ি-ঘর  ও দোকানপাট গড়ে উঠেছে,ফলে রাস্তায় যান চলাচলের জায়গার অভাবে যানজট বাড়ছে।

ছবি : করোনাকালীন সময়েও যানজটে নাকাল লাখাইবাসী

এ ছাড়া গাড়ি চালকের অজ্ঞতা, টমটমগাড়ি আধিক্য, ট্রাফিক নেই,ফিটনেসবিহীন গাড়িও যানজটের আর একটি বড় কারণ। বিশেষত যানজটের ফলে বুল্লাবাজার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। যার জন্য কর্মস্হলে সঠিক সময়ে পৌছানো যায় না।যানজটের কারণে এম্বুলেন্স,ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো নির্দিষ্ট স্হানে পৌছতে পারে না।ফলে অসংখ্য জীবনের ক্ষয়- ক্ষতি হয় কোটি টাকা।
যা আমাদের মতো দরিদ্র দেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর। এ যানজট সমস্যা থেকে পরিএান পেতে হলে উপজেলা  প্রশাসন অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু উপজেলা প্রশাসন একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।জনগণকে ও এগিয়ে আসতে হবে সর্বাগ্রে।তাহলেই এ সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি।