হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ এর নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর নির্দেশনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালনার্থে লাখাই উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় বুল্লা বাজারে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকান প্রতিষ্টানের মালিক কে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন লাখাই থানা পুলিশের একদল পুলিশ সদস্যবৃন্দ। এ অভিযানে সংশ্লিষ্ট সকল কে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়।