লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অর্থদন্ড প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 August 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অর্থদন্ড প্রদান

Link Copied!

 লাখাই প্রতিনিধিঃ   হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বামৈ মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় বামৈ এলাকায় গ্রামীণ বেকারীতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও খাবারে অস্বাস্থ্যকর রং ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ও ৪২ ধারায় ৫ হাজার টাকা, বামৈ বাজারের ফুটপাতে দোকানের মালামাল রাখায় ৪জনকে ৫হাজার ৫শত টাকা ও মোড়াকরি বাজার সড়কে একটি মিষ্টির দোকানে অপরিচ্ছন্নভাবে দই ও অন্যান্য খাবার সংরক্ষণ করায় ২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

 

 

 

 

ছবি : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ড হাজং

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।