স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জনৈক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে বুল্লাবাজার নৌকা ঘাট হয়ে ৩ টি নৌকা যোগে মিষ্টি ভোটারদের মাঝে বিতরণ এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে সংবাদ পেয়ে স্থানীয় লোকজন একটি নৌকা মিষ্টি জাতীয় পন্য জিলাপি সমেত আটক করে।
সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে জিলাপির ক্রেতা উপজেলার বামৈ ইউনিয়ন এর নোয়াগাও গ্রামের জ্যোতি মোহন দাস জানান আমাদের গ্রামের একটি ধর্মীয় উৎসব এর সমাপনী অনুষ্ঠানে গ্রামবাসীর মাঝে বিতরণ এর লক্ষ্যে ২৪০ কেজি জিলাপি বুল্লাবাজার বাজারের প্রবিন্দ্র দাস এর মিষ্টি দোকান থেকে পূর্বেকার অর্ডার মোতাবেক নিয়ে যাচ্ছি।
এদিকে মিষ্টির দোকানদার ও ক্রেতার বক্তব্যে অসংগতি থাকায় এ জিলাপি জব্দ করে স্থানীয়দের সাক্ষাতে মিষ্টির দোকানদার এর জিম্মায় রেখে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন জব্দকৃত ২৪০ কেজি জিলাপি নোয়াগাও গ্রামের ধর্মীয় উৎসব এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এ প্রমান করতে পারলে জব্দ হওয়া জিলাপি ক্রেতার অনুকূলে দিয়ে দেওয়া হবে। আর উপযুক্ত প্রমান না দিতে পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি সদস্য।