উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশন যৌথ ভাবে জাতীয় ভোটাধিকার দিবসে বুধবার( ২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি বের করে।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করব ভোটাধিকার এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়,দৈনিক আমার হবিগঞ্জ লাখাই প্রতিনিধি এম এ ওয়াহেদ, সেলিমুর রহমান, বামৈ ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল আহাদ, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার কেশব চন্দ্র রায়।
আলোচনা সভায় উপস্হিত ছিলেন মৎস্য কর্মকর্তা ইদ্রিছ তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আফজালুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান প্রমুখ।