সুমন আহমেদ বিজয়,লাখাই।। লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল শনিবার উপজেলার বুল্লা বাজার,মোড়াকরি বাজার ও বামৈ বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার।
এসময় মূল্যতালিকা না থাকাসহ বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)সঞ্জিতা কর্মকার বলেন, কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে পন্য বিক্রি রোধ করতে প্রতিনিয়ত বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন।